• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বসন্ত উৎসব উদযাপন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৯, ২০১৮, ১১:২২ পিএম
বসন্ত উৎসব উদযাপন

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ‘বসন্ত উৎসব ১৪২৪’। ঢাবি সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে সকাল ১০টায় উৎসব শুরু হয়।

উৎসব উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ বলেন, বসন্ত হচ্ছে জীবনের প্রতীক। তাই বসন্তকে বলা হয় ঋতুরাজ। বাঙালি সংস্কৃতির অন্যতম প্রাণের উৎসব বসন্ত। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর, সাংস্কৃতিক সংসদের সভাপতি ও বসন্ত উৎসবের আহ্বায়ক আহসান রনিসহ অনেকে। পরে সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয় নাট্যব্যক্তিত্ব অনন্ত হীরা, নূনা আফরোজ ও রাহুল আনন্দকে।

উদ্বোধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসি প্রাঙ্গণ থেকে বসন্ত উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। উৎসবের দ্বিতীয় পর্বে গ্রামীণ মেলা, সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্ট অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!