• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বসন্ত তুমি যখন এলে !


মো: গোলাম মোস্তফা (দুঃখু) ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ১১:২১ এএম
বসন্ত তুমি যখন এলে !

বসন্ত কেন এলে দক্ষিণা হাওয়া নিয়ে?
ফুলের পাতা যে পুড়ে গেছে,
মন ব্যাথার তাপে।

বসন্ত তুমি যখন এলে!
গৃহের মালিক পর করেছে,
কমল হৃদয় আয়না কে।

অন্তর বলে বসন্ত এসে গেছে,
তোমার আসার খবর নিয়ে।

গাছে গাছে বসন্তের হাওয়া
পাখির হৃদয় বাগানে বসন্তের বায়না।

মধ্যরাতে মৃত দেহ নিয়ে শুয়ে আছি!
বসন্ত এসেছে গেছে এরি মাঝে ।

সাদা কাগজ রয়ে গেলো !
ভাবনায় মন এখনো পরে রইলো
বসন্ত এসে গেছে আগমনের বার্তা নিয়ে  ।

সকাল হবে বসন্ত মনে ।
তুমি কি এখনো !
মনে রেখেছো বসন্তময় আকাশ ।

ফুলের রঙ যখন ,
তোমার হাসির মাঝে প্রাণ পায় ।
বসন্ত তখন বলে দেয় ,
এমনি সুখের হাসি দেখিতে এসেছিলাম ।

লেকক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!