• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বসন্তকে বরণ করবে ‘ছায়ানট’


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ২৭, ২০২০, ০১:৩১ পিএম
বসন্তকে বরণ করবে ‘ছায়ানট’

ঢাকা : প্রকৃতিতে শীত প্রায় শেষের পথে। আসছে বসন্ত। শুরুতে কচিপাতায় ভরে উঠবে গাছের শাখা-প্রশাখাগুলো। মনে মনে যেন এখনই তার দোলা। ভালোবাসার এই ঋতুরাজকে বরণ করতে প্রতিবারের মতো এবারো ছায়ানট আয়োজন করেছে গান আর নৃত্যে ‘বসন্ত অনুষ্ঠান ১৪২৬’।

১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় মিনিটে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন। সবার জন্য উন্মুক্ত এবারের এই অনুষ্ঠান সাজানো হয়েছে একক ও সম্মেলক গান এবং নৃত্য দিয়ে।

ছায়ানট প্রতিষ্ঠার পরই বাঙালিকে তার গানের ঐতিহ্য স্মরণ করিয়ে দিতে ঘরোয়া পরিবেশে আয়োজন করে সুরুচিসম্মত সংগীত অনুষ্ঠান ‘শ্রোতার আসর’।

ছায়ানটের মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে রমনা বটমূলে বর্ষবরণ, জাতীয় দিবস (শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস), রবীন্দ্র-নজরুল জন্ম ও মৃত্যুবার্ষিকী, ঋতু উৎসব (বর্ষা, শরৎ, বসন্ত), লোকসংগীতের উৎসব, নাট্যেৎসব, দেশঘরের গান, শুদ্ধসংগীত উৎসব, রবীন্দ্র-উৎসব, নজরুল-উৎসব, নৃত্যোৎসব এবং মাসিক নির্ধারিত বক্তৃতামালা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!