• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বসল পদ্মাসেতুর ১৩তম স্প্যান, দৃশ্যমান ২ কিমি


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০১৯, ১০:৩২ এএম
বসল পদ্মাসেতুর ১৩তম স্প্যান, দৃশ্যমান ২ কিমি

ঢাকা: পদ্মাসেতুর ১৩তম স্প্যান বসানো হয়েছে। নদীর মাওয়া প্রান্তে আগে বসানো দশম স্প্যানের পাশে বসানো হবে এ স্প্যানটি। এতে দৃশ্যমান হয়েছে প্রায় দুই কিলোমিটার সেতু।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি বসানোর কাজ শেষ হয়।

এর আগে ১২টি স্প্যানের ৯টি জাজিরা প্রান্তে বসানো হয়। একটি স্প্যান বসানো হয়েছে মাঝনদীতে। আর মাওয়া প্রান্তে আলাদাভাবে বসানো আছে ২টি স্প্যান। এখন সেগুলোর একটির পাশেই যোগ করা হয় নতুন স্প্যানটি।

স্প্যানটি শুক্রবার (২৪ মে) বসানোর কথা থাকলেও নদীতে তীব্র স্রোত থাকায় স্প্যানবাহী ক্রেনটি শুক্রবার সকাল ৮টায় চালু করা সম্ভব হয়নি। ৩ ঘণ্টা দেরিতে স্প্যান নিয়ে সেটি নির্ধারিত দুই পিলারের দিকে রওয়ানা দেয়। দুপুরে ২টার সময় ক্রেনটি নোঙ্গর করা হলেও স্প্যান বসানোর জন্য পর্যাপ্ত সময় হাতে ছিল না। এতে কাজ স্থগিত ঘোষণা করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!