• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বসানোর জন্য প্রস্তুত পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০১৮, ০১:০৮ পিএম
বসানোর জন্য প্রস্তুত পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

ঢাকা: স্বপ্নের পদ্মা সেতুতে প্রথম স্প্যানটি বসেছে কিছু দিন হলো। এখন দ্বিতীয় স্প্যানটিও বসানোর জন্য পুরো প্রস্তুত হয়েছে। এজন্য স্প্যানটি নিয়ে যাওয়া হয়েছে প্রথম স্প্যানের এলাকায়। পিলারের ওপর বসিয়ে প্রথম স্প্যানের সঙ্গে জোড়া লাগানো হবে দ্বিতীয় স্প্যানটির।

এজন্য শরীয়তপুরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে স্টিলের তৈরি দ্বিতীয় স্প্যানটি জাজিরার নাওডোবা প্রান্তে পৌঁছেছে। রাতিই ‘তিয়ান ই’ ক্রেনে চাপিয়ে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি নিয়ে যাওয়া হয় বলে মঙ্গলবার(২৩ জানুয়ারি) সেতু সংশ্লিষ্ঠ সূত্র জানিয়েছে।

দ্বিতীয় স্প্যানটি ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর বসবে। এতে সেতুটির ৩০০ মিটার দৃশ্যমান হবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান একের পর এক জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। এ সপ্তাহের মধ্যেই তা পিলারের ওপর বসানোর পরিকল্পনা রয়েছে। স্টিলের স্প্যানটির ওজন প্রায় ৩ হাজার ১৪০ টন। এটি শক্তিশালী ক্রেন দিয়ে মাওয়া প্রান্ত থেকে আনা হয়েছে। জাজিরার নাওডোবা প্রান্তে পিলারটি বসানো হবে। আগের স্প্যানটিও জাজিরার নাওডোবা প্রান্তে বসানো হয়।

শফিকুল ইসলাম জানান, কুয়াশার কারণে স্প্যান বসানোর কাজে কিছুটা ব্যাঘাত হয়েছে। ১২টি স্প্যান প্রকল্প এলাকায় আছে। তৃতীয় স্প্যানটিও বসানোর মতো অবস্থায় আছে। এখন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!