• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বস্তা কাঁধে নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি ছুটছেন ডিসি


নিউজ ডেস্ক মার্চ ৩১, ২০২০, ১১:০৩ পিএম
বস্তা কাঁধে নিয়ে অসহায়দের বাড়ি বাড়ি ছুটছেন ডিসি

বাগেরহাট : বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ,  সরকারের দেয়া খাদ্য সাহায্য অসহায় ও নিম্ন আয়ের মানুষদের কাছে পৌঁছে দিতে কাঁধে বস্তা নিয়ে মানুষদের বাড়িবাড়ি ছুটছেন।  

এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত রোববার (২৯ মার্চ) দুপুর থেকে দেখা যাচ্ছে।  যাতে ডিসির ব্যাপক প্রশংসা করেছেন নেটিজনরা। 

ওই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, সরকার করোনাভাইরাস প্রতিরোধে খাদ্য সহায়তা হিসেবে বাগেরহাট জেলায় ১০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। রবিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।

বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাটসহ জেলার বিভিন্ন উপজেলায় মানুষের হাতে তুলে দেয়া প্রতি প্যাকেটে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, আলু, লবণ, তেলসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!