• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বস্তিবাসীদের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২০, ০৬:০৭ পিএম
বস্তিবাসীদের জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ঢাকা: রাজধানীর সব বস্তিতে জীবাণুনাশক ছিটানোর কর্মসূচি চালু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীতে জীবাণুনাশক স্প্রে করছেন বিএনপিপন্থী কৃষিবিদরা।

বুধবার (৮এপ্রিল) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কৃষিবিদরা বিভিন্ন অলিগলিতে জীবাণুনাশক স্প্রে করছেন।

শায়রুল বলেন, বুধবার মহাখালীর সাততলা বস্তিতে দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

দায়িত্বপ্রাপ্ত যেসব কৃষিবিদ এ কর্মসূচির সার্বিক বিষয় তদারকি করছেন তারা হলেন- প্রফেসর ড. আবদুল করিম ও কৃষিবিদ শফিউল আলম দিদার।

জীবাণুনাশক ছিটানোর সময়সূচি ও স্থান

১. ৮-৯ এপ্রিল, ৭ তলা বস্তি, মহাখালী। দায়িত্বপ্রাপ্ত : কৃষিবিদ সানোয়ার আলম, ০১৬৭৩-৭১২২৬৫

২. ১০-১১ এপ্রিল, বিহারি ক্যাম্প, মিরপুর। দায়িত্বপ্রাপ্ত : কৃষিবিদ শফিউল আলম দিদার, ০১৭১১-১১৪৬২৪

৩. ১২-১৩ এপ্রিল, কাফরুল বস্তী, ঢাকা। দায়িত্বপ্রাপ্ত : কৃষিবিদ শফিউল আলম দিদার, ০১৭১১-১১৪৬২৪

৪. ১৪-১৫ এপ্রিল, মোহাম্মদপুর বস্তি, ঢাকা। দায়িত্বপ্রাপ্ত : কৃষিবিদ একরামুল হক, ০১৭১১-১৫৫২১২

৫. ১৬-১৭ এপ্রিল, কড়াইল বস্তি, মহাখালী। দায়িত্বপ্রাপ্ত : ডা. মো. রেজাউল করিম মিয়া, ০১৮৪৭-৪৩২৮১১

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!