• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ একাদশের ব্যাটিং বিপর্যয়


স্পোর্টস ডেস্ক ফেব্রুয়ারি ১৯, ২০২০, ০২:০৩ পিএম
বাংলাদেশ একাদশের ব্যাটিং বিপর্যয়

ঢাকা: শুরুতেই একের পর এক উইকেট হারালো বাংলাদেশ একাদশ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামে আল-আমিনরা। কিন্তু সুবিধা করতে পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে বাংলাদেশ। লাঞ্চের আগে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৮৪ রান।

সর্বোচ্চ ৩৪ রান করেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আরেক ওপেনার মোহাম্মদ ইমন করেছেন ১১ রান। মাত্র রানে সাজঘরে ফিরেছেন আকবর আলী ও মাহমুদুল হাসান জয়। আর ২ রান করেছেন শাহাদাত হোসেন। এখন ১৫ রান নিয়ে ক্রিজে আছেন অধিনায়ক আল-আমিন। আর ১১ রান নিয়ে তানজিদ হাসান।

এর আগে সাভারে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ৭ উইকেটে ২৯১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!