• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশ এখনো সিরিজ জিততে পারে’


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০১৯, ০৬:৩৫ পিএম
‘বাংলাদেশ এখনো সিরিজ জিততে পারে’

ঢাকা : এখনো বাংলাদেশ সিরিজ জিততে পারে। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এখনো এটি বিশ্বাস করেন। ক্রাইস্টচার্চে শনিবার ভোর ৪টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ম্যাচটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই।

মিরাজ যতই আত্মবিশ্বাসই হন না কেন, নিউজিল্যান্ডে জয় পাওয়াটা দুরুহ। কারণ ২০০১ সাল থেকে এখনো অবধি কিউইদের মাটিতে জয়শূন্য রয়েছে বাংলাদেশ। তারপরও মিরাজ বলছেন,‘ একটি ম্যাচ হেরে গিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব। সে কারণেই কালকের (শনিবার) ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাব।’

প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ের সময় শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। সেই ধাক্কা আর ঠিকঠাক সামাল দেওয়া সম্ভব হয়নি। এখন টিম ম্যানেজম্যান্ট শুরুর দিকে টিকে থাকাকেই গুরুত্ব দিচ্ছে। মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার।’

নিউজিল্যান্ডের কণ্ডিশনে স্পিনারদের ভুমিকা নিয়ে মিরাজের মন্তব্য, ‘দেশে খেললে স্পিনারদের ওপর নির্ভর করা হয়। বিদেশে পেসারদের ওপর। সাকিব ভাই থাকলে অবশ্য অন্য হিসাব। অবশ্যই ভালো হতো।

আত্মবিশ্বাস বেশি পেতাম। এখন এখানে আমাকে স্পিনারদের মূল ভূমিকাটা পালন করতে হচ্ছে। আমার মনে হয়, এখানে স্পিনারদের যে রোল, সেটি হচ্ছে পেসারদের সাহায্য করা। এখানে স্পিনাররা বেশি টার্ন পায় না। উইকেটের সহায়তা পায় না। এখানে চেষ্টা করা যায়, যতটা সম্ভব রান কম দেওয়ার। রান চেক দিয়ে যাওয়া। এভাবে বোলিং করলে পেস বোলাররা উইকেট পেতে পারে। আমি মনে করি এখানে স্পিনারদের কাজ পেসারদের উইকেট পেতে সহায়তা করা।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!