• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ভূমি মুজিবের কারণে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) আগস্ট ১৭, ২০১৯, ১২:০৩ এএম
বাংলাদেশ ভূমি মুজিবের কারণে

বলো তো তোমরা , বাংলাদেশ পূ্র্বে কেমন ছিল?
সোনার বাংলা নাম ধারণ কেমন করে হল।
রক্তিম আকাশে যে সূর্য  পতাকা উড়ায়ে,
সে সূর্য  পতাকায় রয়েছে বঙ্গবন্ধু জড়ায়ে।

আজ ও চুপি চুপি বাতাসে বলে,
মুজিবের কারণে স্বাধীনতা পেলে।
মুজিবের ভাষণে হৃদয়ের আসনে,
জেগেছে কোটি জনতা।

নির্মম দহনে একেছিল মনে,
স্বপ্নের স্বাধীনতা।
মুজিবের সঙ্গে পশ্চিম বঙ্গে,
করেছিলো পরিহাস।

তাই শৃঙ্খলা ভেঙ্গে জনতার সঙ্গে,
মুজিব গড়েছে মানচিত্র ইতিহাস।
তাই মুজিবের নাম ডাক,
হৃদয়ে থাক্ থাক্।

একেছি মনে কল্পনার নানা বরণে,
ইতিহাস লিখে রাখ
বাংলাদেশ ভূমি মুজিবের কারণে।
ভয়ানক কালো রাত অন্ধকার করলো ,
স্বাধীন বাংলাদেশের লাল সবুজের গগণ।

বঙ্গবন্ধু মরে নাই মরেছে স্বাধীন মানচিত্র!
সোনার বাংলা দখল হলো,
কালো মুখোশের পর্দায় ।

 লেখক : বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম

Wordbridge School
Link copied!