• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশকে চাপে ফেলার মন্ত্র পেয়ে গেছে জিম্বাবুয়ে


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০১৯, ০৮:১২ পিএম
বাংলাদেশকে চাপে ফেলার মন্ত্র পেয়ে গেছে জিম্বাবুয়ে

ঢাকা: বাংলাদেশ আগ্রাসি ব্যাটিং করে ক্রিকেটের সব সংস্করনে। এই ব্যাপারটি কারও অজানা নয়। জিম্বাবুয়েও জানে বিষয়টি। এবার এটাকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছেন হ্যামিল্টন মাসাকাদজার দল। বাংলাদেশের ব্যাটসম্যানদের বাউন্ডারি মারা থেকে বিরত রেখে চাপ সৃষ্টি করতে চায় তারা। আর এমনটা হলেই সাফল্য পাবেন বলে মনে করেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান শন উইলিয়ামস।

ঢাকা পর্ব শেষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এখন চট্টগ্রামে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশের বিপক্ষে জয়ের কোনও বিকল্প নেই জিম্বাবুয়ের। আর সে জন্য নিজেদের পরিকল্পনাও সাজিয়েছে দলটি। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উইলিয়ামস সংবাদমাধ্যমকে বলেছেন, 'বাউন্ডারি না দেওয়াটা গুরুত্বপূর্ণ। ওদের মতো ক্রিকেটারদের বিপক্ষে ফিল্ডিং দারুণ গুরুত্বপূর্ণ। ওদেরকে যদি বাউন্ডারি মারা থেকে বিরত রাখা যায়, তাহলে চাপ সৃষ্টি হয়। আমি জানি ওরা শট খেলতে পছন্দ করে, জানি ওরা আমাদের আগ্রাসী খেলতে চেষ্টা করবে। চ্যালেঞ্জটি তাই হবে দুর্দান্ত।'

কিন্তু কাজটা যে বেশ কঠিন তা ভালো করেই জানেন উইলিয়ামস। তবে প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের জন্য খেলতে চান এই ব্যাটসম্যান, 'বাংলাদেশ খুব ভালো অলরাউন্ড দল। টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। ওদের দারুণ কিছু ক্রিকেটার আছে, অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশি… ওরা সবাই খুব ভালো ক্রিকেটার। 
সেটিকে আমরা সমীহ করি। কোনও ম্যাচই আমরা হালকাভাবে নেব না। আমরা নিজেদের কাজে মনোযোগ দিতে চাই, নিজেদের কাজগুলো করতে চাই নিজেদের জন্য।'

ফাইনালে জিম্বাবুয়েকে উঠতে হলে দুটো ম্যাচেই জিততে হবে। তবে প্রতিপক্ষের চাপ নিয়ে না ভেবে নিজেদের কাজে মনযোগী হতে চান উইলিয়ামস, 'আমরা যদি নিজেদের কাজ মন দিয়ে করতে পারি, বাকি সব আপনাআপনি ঠিক হবে। তারা চাপে আছে, আমরা সেটা জানি। কিন্তু আমাদের মৌলিক দিকগুলো ঠিকঠাক করতে হবে।'

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!