• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন নাঈম


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২২, ২০২০, ০১:৪৬ পিএম
বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন নাঈম

ঢাকা : ইনিংসের শুরুতে জিম্বাবুয়েকে চাপে রেখেছিল বাংলাদেশ। প্রথম চার ওভারে তারা রানের খাতা খুলতে পারেনি। জিম্বাবুয়ের দলীয় ৭ রানে নাঈমের হাতে ক্যাচ বানিয়ে ওপেনার কাসুজাকে বিদায় করেছিলেন টাইগার পেসার রাহি।

কিন্তু শুরুতে চাপে পড়লেও পরে মাসভাউরে ও আরভিনের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এই জুটি প্রথম সেশন শেষ করে আসে। দ্বিতীয় সেশনে দুর্দান্তভাবে খেলতে থাকে এই জুটি। অবশেষে টাইগার স্পিনার নাঈম হাসানের হাত ধরে এই জুটি ভেঙেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দলীয় রান যখন ১১৮ তখন নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে প্রিন্স মাসভাউরেকে বিদায় করেছেন নাঈম। ফেরার আগে ৬৪ রান করেছেন জিম্বাবুয়ের এই ওপেনার।

মাসভাউরেকে ফেরানোর পর ব্রেন্ডন টেইলরকেও দ্রুত ফিরিয়ে দিয়েছেন নাঈম। দলীয় ১৩৪ রানে নাঈমের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন টেইলর। তিনি করেছেন ১০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ১৩৪ রান। এখন দ্বিতীয় সেশনের খেলা চলছে।

শনিবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। সকাল বেলা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

এই ম্যাচে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার দুজন হলেন আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। স্পিনার দুজন হলেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম এই একাদশে আছেন।

এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য টানা হারের বৃত্ত থেকে বের হওয়া। টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটি ছিলো ইনিংস ব্যবধানে হার। কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এমন পারফরম্যান্সে চিন্তায় পড়েছে টাইগাররা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!