• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে মাঝারি লক্ষ্য দিল আফগানিস্তান


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:২৪ পিএম
বাংলাদেশকে মাঝারি লক্ষ্য দিল আফগানিস্তান

ঢাকা: ত্রিদেশীয় সিরিজের নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টানা চার ম্যাচ হারের দুঃসহ স্মৃতি নিয়ে আজ মাঠে নেমেছে টিম টাইগার। প্রথম ইনিংসে নিজেদের কাজ সূঁচারুভাবে পালন করেছেন বোলাররা। ২০ ওভারে আফগানরা থেমেছে ৭ উইকেটে ১৩৮ রানে। 

এবার পালা ব্যাটসম্যানদের। চলতি সিরিজেই আফগান স্পিনের সামনে যেভাবে ভেঙে পড়তে দেখা গেছে বাংলাদেশি ব্যাটসম্যানদের, সেই স্মৃতি আজ ভুলিয়ে দেওয়ার পালা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নেমে নিয়ন্ত্রিত বোলিং করছিলেন বাংলাদেশি বোলাররা। 

দ্বিতীয় ওভারে রহমতউল্লাহর দেওয়া একটি সহজ ক্যাচ ছাড়েন মাহমুদউল্লাহ। সুযোগ পেয়ে ৭৫ রানের বিশাল জুটি গড়েন দুই ওপেনার। অবশেষে দশম ওভারে বল করতে এসেই ৩৫ বলে ৪৭ রান করা হজরতুল্লাহ জাজাইকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আফিফ। এক বল পরেই এই তরুণ ফিরিয়ে দেন আসগর আসগর আফগানকে (০)। এরপর উইকেট শিকারে যোগ দেন মুস্তাফিজুর রহমান। বেদম পিটুনি খাওয়া 'কাটার মাস্টার' তুলে নেন অপর ওপেনার ২৭ বলে ২৯ করা হজরতুল্লাহ জাজাইকে। 

অল-রাউন্ডার মোহাম্মদ নবি (৪) এলবিডাব্লিউ হয়ে যান সাকিব আল হাসানের ঘূর্ণিতে। ভায়রা-ভাই জুটি মুশফিক-মাহমুদউল্লাহর দারুণ কৃতিত্বে রান-আউট হন গুলবাদিন নাইব। দুর্দান্ত ফর্মে থাকা নজিবুল্লাহ জারদানকে (১৪) আজ থামিয়ে দেন সাইফউদ্দিন। আরেক পেসার শফিউল তুলে নেন করিম জানাতকে (৩)। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। আজকের ম্যাচে চোটের জন্য ছিটকে গেছেন আমিনুল ইসলাম। তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডারের জায়গায় ফিরেছেন সাব্বির রহমান। 

অন্যদিকে সর্বশেষ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্বতন এনেছে আফগানিস্তান। অভিষেক হচ্ছে নাভিন-উল-হকের। দলে ফিরেছেন করিম জানাত। বাদ পড়েছেন ফজল নিয়াজাই ও দৌলত জাদরান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালিস্ট দুই দল আগেই ঠিক হয়ে গেছে। আগামী ২৪ তারিখ রশিদ খানদের প্রতিপক্ষ বাংলাদেশ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!