• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে সপ্তম সোনা এনে দিলেন ফাতেমা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৭, ২০১৯, ০৩:৪৯ পিএম
বাংলাদেশকে সপ্তম সোনা এনে দিলেন ফাতেমা

ঢাকা: নেপালে সাউথ এশিয়ান গেমসের শনিবারের দিনটি বাংলাদেশের জন্য হয়ে গেল সোনায় মোড়ানো। এদিন এখনো অবধি তিনটি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। অথচ মাঝের তিন দিন একটি স্বর্ণপদকও জিততে পারেনি বাংলাদেশ।

ভারোত্তলনে মাবিয়া আক্তার সীমান্ত এবং জিয়ারুল ইসলামের পর এবার সোনার পদক জিতলেন ফাতেমা মুজিব। ফেন্সিং ডিসিপ্লিনে মেয়েদের একক সাবরে ইভেন্টে বাংলাদেশের পক্ষে দিনের তৃতীয় ও সবমিলিয়ে সপ্তম স্বর্ণ পদকটি জিতেছেন ফাতেমা মুজিব।

এদিন  প্রথম স্বর্ণ জেতেন ভারোত্তোলনের মাবিয়া আক্তার সীমান্ত। মেয়েদের ৭৬ কেজি শ্রেণিতে তার স্বর্ণ জয়ের মাধ্যমে ঘুচে তিন দিনের অপেক্ষা। মাবিয়ার পর একই ডিসিপ্লিনের পুরষ এককে ৯৬ কেজি শ্রেণিতে স্বর্ণ পদক লাভ করেন জিয়ারুল হক।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!