• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে সমীহ করছে ভারত


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০১৯, ১২:৪২ পিএম
বাংলাদেশকে সমীহ করছে ভারত

ঢাকা : বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের বিরুদ্ধে ঘরের মাঠে ০-২ গোলে বাংলাদেশ হারলেও সবার প্রশংসা কুড়িয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ। এই ম্যাচে টিকিটের চাহিদা আকাশচুম্বী। ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে।

সুনীল ছেত্রীদের জন্য গলা ফাটাবে যুবভারতী। র্যাং কিংয়ের দিক থেকে ভারত অনেকটাই এগিয়ে। বাংলাদেশের র্যাং কিং ১৮৭। ২০১৮ সালের মে থেকে ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে মাত্র সাতটিতে জিতেছে জেমি ডে’র শীষ্যরা। বিশ্বকাপের বাছাইয়ে আফগানিস্তান ও কাতারের কাছে হেরে  গেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে সবার নীচে তারা।

বিশ্বকাপের বাছাইয়ে ভারতের প্রথম জয় পাওয়াটা তবে কি কেবল সময়ের অপেক্ষা? প্রশ্নটা উড়ে আসার সঙ্গে সঙ্গেই ভারতের ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ বলে ওঠেন, ‘বাংলাদেশকে খাটো চোখে দেখা উচিত নয়। কাতারের বিরুদ্ধে ওদের ম্যাচ দেখেছি। সে দিন ভাগ্য সহায় হলে ম্যাচটা জিততেও পারত বাংলাদেশ। ওরা এখানে মোটেও হারার জন্য আসেনি। কয়েক বছরে ওদের ফুটবল অনেকটাই এগিয়েছে।’

স্টিমাচের এমন মন্তব্য শুনে বাংলাদেশের কোচ জেমি ডে অভিভূত। বললেন, ‘স্টিমাচ বড় মাপের ফুটবলারের পাশাপাশি বড় মনের মানুষও।’

এশিয়াসেরা কাতারের ঘরের মাঠে গিয়ে ড্র করে এসেছে ভারত। চোট পাওয়ায় সন্দেশ ঝিঙ্ঘানকে পাওয়া যাবে না বাংলাদেশের বিপক্ষে। তাঁর জায়গায় নতুন ডিফেন্স নামাতে হবে স্টিমাচকে।

তিনি বলছেন, ‘চল্লিশ জন প্লেয়ারের নাম রয়েছে আমার ডায়রিতে। প্রত্যেকের দিকে আমার নজর রয়েছে। ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইএসএল। আমি সব ফুটবলারদের দেখব। বিশ্বকাপের যোগ্যতা পর্বের দিকেই শুধু আমাদের নজর নয়। ২০২৬ সালের বিশ্বকাপের দিকে আমাদের লক্ষ্য। আমাদের টার্গেট সফল করার জন্য পরিশ্রম করছি।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!