• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে প্রতি ৯৩ হাজার মানুষের জন্য ১ টি ভেন্টিলেটর


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৮, ২০২০, ০৫:৪৯ পিএম
বাংলাদেশে প্রতি ৯৩ হাজার মানুষের জন্য ১ টি ভেন্টিলেটর

ঢাকা : বাংলাদেশে ১৬ কোটি মানুষের জন্য ১ হাজার ৭৬৯টি ভেন্টিলেটর রয়েছে। অর্থাৎ প্রতি ৯৩ হাজার ২৭৩ জন মানুষের জন্য ভেন্টিলেটর সুবিধা আছে গড়ে একটি।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশে ভেন্টিলেটরের এমন অপর্যাপ্ততা নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সেভ দ্য চিলড্রেনের এক বিবৃতিতে করোনাভাইরাস পরিস্থিতিতে মানবিক বিপর্যয় রোধে ভেন্টিলেটরের জন্য জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে তারা বলেছে, প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীসহ কক্সবাজারে বসবাস করেন কমপক্ষে ৩৩ লাখ মানুষ। কিন্তু সেখানে কোনো ভেন্টিলেটরই নেই।

আর বাংলাদেশের বেশিরভাগ নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ভেন্টিলেটরের সুবিধা রাজধানীসহ কয়েকটি প্রধান শহরে অবস্থিত। যে কারণে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে এগুলোর সুবিধা পৌঁছানো কঠিন হয়ে পড়বে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!