• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে মানুষ মারার ব্যবসা চলবে না : ইনু


নিজস্ব প্রতিবেদক মে ২৩, ২০১৯, ০৩:৫১ পিএম
বাংলাদেশে মানুষ মারার ব্যবসা চলবে না : ইনু

ঢাকা : খাদ্য ও ওষুধে ভেজাল দেওয়া ব্যক্তিদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, খাদ্য ও ওষুধে ভেজালকারী, মাছ-মাংস-ফল-সবজিতে কেমিক্যাল মিশ্রণকারীদের জঙ্গি ও মাদক ব্যবসায়ীদের মতো দমন করতে হবে। বাংলাদেশে মানুষ মারার ব্যবসা চলবে না।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ খাদ্য, পানি ও ওষুধের দাবিতে ঢাকা মহানগর জাসদ আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধেও তিনি একই নীতি গ্রহণ করবেন, এটাই আমাদের দাবি। ঈদের পর থেকে ভেজালের বিরুদ্ধে জাসদের ধারাবাহিক আন্দোলন চলবে। এ আন্দোলনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানাই।

মানববন্ধনে ঢাকা মহানগর জাসদ নেতা মীর হোসেন আকতারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আক্তার, ওবায়দুর রহমান চুন্নু, সহ-সভাপতি সফিউদ্দিন মোল্লা, ফজলুর রহমান বাবু, কেন্দ্রীয় নেতা মহসীন প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!