• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী চীন


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০১৮, ০২:৩৩ পিএম
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী চীন

ঢাকা : বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছে চীন। গতকাল শনিবার বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় ভবিষ্যত সম্পর্কের ওপর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করার পরে চীনের রাষ্ট্রদূত জ্যাং ঝ বলেছেন, ‘আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ এবং এখানকার রাজনৈতিক দলগুলো এটি করতে পারবে।’

আসন্ন জাতীয় নির্বাচনে চীন কোনও পর্যবেক্ষক পাঠাবে কিনা জানতে চাইলে তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান। তবে রোহিঙ্গা বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘চীন সবসময় গঠনমূলক ভ‚মিকা পালন করতে চায়।’

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আামদের রাজনৈতিক ও অংশীদারিত্ব সম্পর্ক আরও বাড়াতে হবে।’ ব্যবসায়িক অংশীদারিত্বের প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ-চীন একে অপরের ওপর নিরর্ভশীল এবং আমরা  উন্নয়নের অংশীদার হিসেবে থাকব।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!