• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের অবনমন, সবার ওপরে বেলজিয়াম


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৯, ২০১৯, ১০:৫০ পিএম
বাংলাদেশের অবনমন, সবার ওপরে বেলজিয়াম

ঢাকা : ফিফা র‌্যাংকিংয়ে আবার পিছিয়েছে বাংলাদেশ। পাঁচ ধাপ পিছিয়ে জেমি ডে-এর শিষ্যদের বর্তমান অবস্থান ১৮৭ নম্বরে। আগে বাংলাদেশের ফিফা র‌্যাংকিং ছিল ১৮২। বাংলাদেশের এক ধাপ নিচে থাকা মন্টসেরাটের ফিফা র‌্যাংকিংও ১৮৭। তবে রেটিংয়ের দিক থেকে পিছিয়ে আছে তারা।

অন্যদিকে, লাওস ১৮৭ ফিফা র‌্যাংকিং নিয়ে বাংলাদেশের ওপরে আছে রেটিংয়ের জন্য। ভুটান (১৮৫), নেপাল (১৬১) এবং মালদ্বীপও (১৫৩) র‌্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে আছে। ভারত ফিফা র‌্যাংকিংয়ে একধাপ পিছিয়ে ১০৪-এ নেমেছে।

অন্যদিকে, পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচে হেরে যাওয়ায় ব্রাজিলের র‌্যাংকিংয়ে অবনমন হয়েছে। দুইয়ে থাকা ব্রাজিল নেমে গেছে তিনে। তিন থেকে দুইয়ে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এডেন হ্যাজার্ডদের বেলজিয়াম ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষেই আছে।

সেরা দশে ছিল না সাবেক চ্যাম্পিয়ন জার্মানির নাম। তারা ওপরেও উঠতে পারেনি। বরং ১৫ থেকে নেমে গেছে ১৬তে।

তবে, নেদারল্যান্ডস দারুণ পারফরম্যান্স দেখিয়ে তিন ধাপ এগিয়ে ১৩তে উঠেছে। আর্জেন্টিনা ছিল ফিফা র‌্যাংকিংয়ে দশম স্থানে। তাদের অবস্থানের কোন অদল-বদল হয়নি। ফিফা র‌্যাংকিংয়ে সেরা দশে থাকা অন্য দলগুলো হলো  বেলজিয়াম (১), ফ্রান্স (২) ইংল্যান্ড, ব্রাজিল (৩), ইংল্যান্ড (৪), পতুর্গাল (৫), উরুগুয়ে (৬), স্পেন (৭), ক্রোশিয়া (৮), কলম্বিয়া (৯), আর্জেন্টিনা (১০)।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!