• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের আরও বেশি খেলা চান তামিম ইকবাল


ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০১৬, ০৩:২৬ পিএম
বাংলাদেশের আরও বেশি খেলা চান তামিম ইকবাল

বিরতি নয়, ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আরও বেশি খেলা চান ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটর জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএক্রিকইনফোর ওয়েবসাইটে একটি সাক্ষাৎকারে তামিম বলেন, ‘দীর্ঘদিন হলো আমরা ক্রিকেটের বাইরে রয়েছি। এটা আমাদের জন্য ভালো দিক নয়। এতে আমাদের ধারাবাহিক পারফরমেন্স বাধাগ্রস্ত হবে। তাই বাংলাদেশের আরও ক্রিকেট খেলা উচিত।’

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সর্বশেষ টেস্ট খেলেছে ২০১৫ সালের ৩ আগস্ট। সর্বশেষ ওয়ানডে খেলেছে ২০১৫ সালের ১১ নভেম্বর এবং সর্বশেষ টুয়েন্টি টুয়েন্টি খেলেছে চলতি বছরের ২৬ মার্চ। অর্থাৎ টেস্টে প্রায় দশ মাস, ওয়ানডেতে সাত মাস এবং টি-২০তে তিন মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না বাংলাদেশ।

আন্তর্জাতিক অঙ্গনে না খেলতে পারার এই দীর্ঘ বিরতি বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘ভালো একটি মৌসুম কাটানোর পর, প্রায় ছয় মাস ধরে আমরা কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনা। এটি আমাদের জন্য নেতিবাচক বিষয়। আমাদের ধারাবাহিক পারফরমেন্সও বাধাগ্রস্ত হবে।

অন্যদলগুলোর উচিত আমাদের সাথে আরও বেশি ম্যাচ খেলার আগ্রহ দেখানো। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খেলার বাইরে। আর এটাও জানি না পরবর্তী ছয় মাস আমরা কি করবো। জিম্বাবুয়ে ছাড়া বিশ্বের আরও কোন দল এতোদিন পর্যন্ত আন্তর্জাতিক খেলার বাইরে থাকেনি। আর এখন আমরা খেলার বাইরে রয়েছি।’

যদি এভাবেই চলতে থাকে তবে ভালো দলগুলো তাদের সেরা খেলাটাই খেলতে ভুলে যাবে বলে মনে করেন তামিম, ‘যদি কোন বড় দল ছয় মাস বসে থাকে, তবে পরবর্তী আট মাস তারা তাদের নিজস্ব খেলাটাই খেলতে পারবে না। নিজেদের প্রকৃত খেলাটাই তারা ভুলে যাবে।’

ভালো পারফরমেন্স করার পরও বড় দলগুলো বাংলাদেশের সাথে খেলতে না চাওয়ার কোন যুক্তি দেখছেন না তামিম। তিনি বলেন, ‘ছয় মাস খেলার বাইরে থাকার কোন যুক্তি নেই। পাঁচ বছর আগে আমাদের যে ফলাফল ছিলো তাতে বড় দলগুলোর না খেলার যুক্তি ছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের পারফরমেন্স ভালো থাকা সত্ত্বেও তারা কেন খেলতে চায়না আমি ঠিক বুঝতে পারছি না।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!