• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের ওপর দিয়ে জ্বালানি তেল আমদানির অনুরোধ ত্


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০১৬, ১০:৫১ এএম
বাংলাদেশের ওপর দিয়ে জ্বালানি তেল আমদানির অনুরোধ ত্

সোনালী নিউজ ডেস্ক

বাংলাদেশের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার জন্য অনুরোধ জানিয়েছে ত্রিপুরা সরকার।

ভারত সরকারের পেট্রলিয়াম মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এ অনুরোধ জানিয়েছেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংভরণমন্ত্রী মানিক দে। এতে সময় ও খরচ উভয়ই বাঁচবে।

গত বুধবার বিধানসভা অধিবেশনে এ তথ্য জানানো হয়।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে গৌহাটি হয়ে আগরতলার দূরত্ব প্রায় ২ হাজার ৩৭৬ কিলোমিটার। অন্যদিকে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশ হয়ে আগরতলার দূরত্ব প্রায় ৬শ’ কিলোমিটার।

এ প্রস্তাব কার্যকর হলে ত্রিপুরার জনগণ এর সুফল ভোগ করতে পারবেন বলেও জানান মন্ত্রী মানিক দে।

সোনালীনিউজ/এমএইউ

Wordbridge School
Link copied!