• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
এসএ গেমস

বাংলাদেশের নারীদের কাছে পাত্তাই পেল না নেপাল


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৪, ২০১৯, ০১:১৪ পিএম
বাংলাদেশের নারীদের কাছে পাত্তাই পেল না নেপাল

ঢাকা : স্বাগতিক নেপাল অন্য ডিসিপ্লিনে দাপট দেখালেও ক্রিকেটে বাংলাদেশের মেয়েদের কাছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেছে। 

এই জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল সালমা-ফাহিমারা-জাহানারারা। বুধবার (৪ ডিসেম্বর) ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নেপাল। প্রথমেই দুই উইকেট তুলে নেন জাহানারা আলম। কাজল শ্রেষ্ঠ ও সীতা রানা মাগার, দুজনকেই বোল্ড করেন তিনি। 

অধিনায়ক রুবিনা ছেত্রী বেলবাশি (১৩), সোনু খাড়কা (১২) ও ইন্দু বর্মা (১০) কোনো রকমে দুই অঙ্কের স্কোর করে দলকে লজ্জার হাত থেকে বাঁচানোর চেষ্টা করলেও, সে চেষ্টা পরে সফলতার মুখ দেখেনি। শেষ নয় রানে সাত উইকেট হারায় তারা। চার ওভার বল করে মাত্র আট রান দিয়ে চার উইকেট তুলে নেন তিনি। তিন ওভার বল করে প্রথম স্পেলে মাত্র দুই রান দিয়ে দুই উইকেট তুলে নেন জাহানারা।

পরে ব্যাট করতে নেমে মাত্র ৭.৪ ওভারেই ৫১ রানের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ২৪ বলে ৪ চারের সাহায্যে ২৩ রান করে মুরশিদা খাতুন। তিন চার ও এক ছক্কায় ২২ বলে ২৬ রান তোলেন আয়েশা রহমান।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!