• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের বিপক্ষে ১৯ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২০, ২০২০, ০৭:৫৬ পিএম
বাংলাদেশের বিপক্ষে ১৯ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে । আর ১৯ সদস্যের এই টেস্ট দলকে নেতৃত্ব দেবেন আজহার আলী। বাংলাদেশের বিপক্ষে ঘোষিত টি-২০ স্কোয়াডের ৩ জন আছেন প্রাথমিক এই টেস্ট স্কোয়াডে। এই তিন জন হলেন- বাবর আজম, মোহাম্মদ রেজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি।

সোমবার (২০ জানুয়ারি) থেকে শুরু হয়েছে টেস্টকে সামনে রেখে পাকিস্তানের টেস্ট ক্যাম্প।

এই তিন জনকে ছাড়াই টেস্ট ক্যাম্প শুরু হলেও টি-টোয়েন্টি সিরিজ শেষে তাঁরা যোগ দেবেন ক্যাম্পে। টি-২০ সিরিজের পর ঘোষিত হবে চূড়ান্ত স্কোয়াড। রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।

পাকিস্তানের প্রাথমিক টেস্ট স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।

সোনালীনিউজ/এমএএই্চ

Wordbridge School
Link copied!