• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলাদেশের বোলিং তোপে ১০৬ রানে গুটি গেল ভারত


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:৪৭ পিএম
বাংলাদেশের বোলিং তোপে ১০৬ রানে গুটি গেল ভারত

সাতবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতকে ১০৬ রানে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের দামাল ছেলেরা।  ফলে প্রথমবারের মতো যুবাদের এশিয়া কাপ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১০৭ রানের।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ফাইনালে বাংলাদেশের বোলিং তোপের সামনে রীতিমতো কাঁপছিল ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক ধুরব জুরেল। তাঁর এই সিদ্ধান্ত বাংলাদেশের যুবাদের সামনে বুমেরাই হয়েছে।

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ৮রানের মাথায় প্রথম সারির তিনজন ব্যাটসম্যানকে হারায় ভারত। সেই আর কাটিয়ে উঠতে পারেনি জুরেলের দল। শেষ পর্যন্ত ১০৬ রানেই গুটিয়ে যায় ভারত।

বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দলীয় ৮রানের মাথায় প্রথম সারির তিনজন ব্যাটসম্যানকে হারায় ভারত। সেই আর কাটিয়ে উঠতে পারেনি জুরেলের দল। শেষ পর্যন্ত ৩২.৪ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় ভারত।  ভারতের পক্ষে করণ লাল ৩৭, অধিনায়ক ধুরব জুরেল ৩৩, ও  শাশাওয়াত রাওয়াল ১৯ রান করেন।

স্পিনার শামিম হাসান ৬ ওভারে ২ মেইডেন ৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

এছাড়া পেসার মৃত্যুঞ্জয় ৭.৪ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ধস নামন ভারতীয় ইসিংসে। তবে ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। শাহিন আলম পেয়েছেন ১টি করে উইকেট।
 
তৃতীয় ওভারেই আঘাত হানেন তানজিম হাসান সাকিব। উইকেটকিপার আকবর আলীর ক্যাচ বানিয়ে ফেরান ওপেনার অর্জুন আজাদকে (০)। পরের ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে সেই আকবরকেই ক্যাচ দেন তিলক ভার্মা (২)। ষষ্ঠ ওভারে রান আউটের ফাঁদে কাটা পড়েন সুবেধ পার্কার (৮)।

ভারত বড় জুটি গড়ে তোলার আগেই নিজের প্রথম ওভারে এসে জোড়া আঘাত হানেন শামিম হোসেন। প্রথমে সাশাওয়াত রাওয়াতকে (১৯) এলবিডব্লুয়ের ফাঁদে ফেলেন। ওই ওভারেই রানের খাতা খোলার আগেই বরুন লেভেনডেকে আউট করেন। তাঁর ক্যাচটি ঝাঁপিয়ে পড়ে লুফে নেন মৃত্যুঞ্জয়। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন আনকোলেকার (২)।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!