• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের ব্যাটসম্যানরা এমন করবে আগে থেকেই জানতেন চাতারা


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৪, ২০১৮, ১০:৩৭ পিএম
বাংলাদেশের ব্যাটসম্যানরা এমন করবে আগে থেকেই জানতেন চাতারা

ঢাকা: বাংলাদেশের এমন কঙ্কালসার ব্যাটিংয়ের চিত্র বেরিয়ে আসবে সেটা কেউ ভেবেছিলেন? ওয়ানডে সিরিজে এতটা ছন্দে থাকা ব্যাটসম্যানরাই ডুবিয়েছেন প্রথম ইনিংসে। বাংলাদেশ এক পেসার নিয়ে খেলেছে। সেখানে জিম্বাবুয়ে পেসারদের ওপর আস্থা রেখেছে। তারা সেই আস্থার প্রতিদানও দিয়েছেন।  বাংলাদেশের প্রথম ৬ উইকেটের ৫টিই নিয়েছেন জিম্বাবুয়ের পেসাররা।

১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সবকটি উইকেটই তুলে নেন পেসাররা। প্রথম স্পেলেই ৩ উইকেট নিয়ে বাংলাদেশকে বড় ধাক্কা দেন টেন্ডাই চাতারা। ওই ধাক্কা আর সামলে ওঠা যায়নি।

দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের প্রতিনিধি হয়ে এসে সংবাদমাধ্যমে চাতারা জানিয়ে গেলেন, তিনি নাকি জানতেন বাংলাদেশের ব্যাটসম্যানরা এমন করবে। তাঁর কথায়,‘ ওরা ভালো একটা ওয়ানডে সিরিজ কাটিয়েছে। আমরা তাই জানতাম, ওরা হয়তো এসে ওয়ানডের মতো খেলার চেষ্টা করবে। এতে টেস্টে আমরা ভালো সুযোগ পাব, কারণ ফিল্ডিং আরও বেশি আক্রমণাত্মক হবে। আমার মনে হয় না, ওয়ানডে থেকে টেস্টে রূপান্তরটা সামলাতে পেরেছে ওরা। এখানে অনেক বেশি বল ছাড়তে হয়, যেখানে ওয়ানডেতে অনেক বেশি স্কোরিং শট খেলতে হয়।’

মজার ব্যাপার হলো, এ বছর প্রথম টেস্ট খেলছে জিম্বাবুয়ে। শুধু চাতারা নন কাইল জার্ভিসও বাংলাদেশি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন। নিজেদের দল নির্বাচন প্রসঙ্গে চাতারা বলেন,‘ যদি ভালো জায়গায় বল করতে পারেন সিমারদের জন্যও এটা ভালো উইকেট। কারণ সিমাররা কিন্তু পাঁচ উইকেট পেয়েছে।

প্রথমদিকে আমি শুধু ভালো জায়গায় বল ফেলতে চেয়েছি। কারণ বাংলাদেশের উইকেট ফ্ল্যাট, এমন কথা বারবার বলা হচ্ছিল। তাই শুরুতে ভালো জায়গায় বল ফেলা ও ব্যাটসম্যানদের খেলতে বাধ্য করাই ছিল পরিকল্পনার অংশ।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!