• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ চালু করতে চায় আসাম


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০১৮, ১০:২৭ এএম
বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ চালু করতে চায় আসাম

ঢাকা: বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ চালু করার আগ্রহ প্রকাশ করেছেন আসামের গভর্ণর জগদীশ মুখ ও মুখ্য মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

গোহাটির ভিয়াভন্ত বাই তাজ হোটেলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে স্বাক্ষাতে এই আগ্রহের কথা জানান তারা।

এসময় ভারত বাংলদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে বাংলাদেশ সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে। মুক্তিযুদ্ধের সময় সর্বোচ্চ আতিথেয়তা ও সমর্থনের জন্য ভারতের জনগণের কাছে বাংলাদেশ কৃতজ্ঞ বলেও জানান তিনি।

গতকাল সোলার সামিটে যোগ দিতে ৪দিনের সফরে ভারত যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। সফরের অংশ হিসেবে তিনি এখন দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রয়েছেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!