• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের সাত প্রকল্পে ৩.২ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৩, ২০২০, ০২:৫৯ পিএম
বাংলাদেশের সাত প্রকল্পে ৩.২ বিলিয়ন ডলার ঋণ দেবে জাপান

ফাইল ছবি

ঢাকা: জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। এতে বাংলাদেশের ৭টি উন্নয়ন প্রকল্পে ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে জাপান। ৪১তম ওডিএ ঋণ প্যাকেজের আওতায় এ অর্থ দেবে সংস্থাটি।

প্রকল্পগুলো হচ্ছে, যমুনা রেলওয়ে সেতু নির্মাণ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়), ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট-লাইন ফোর, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট-লাইন পাঁচ, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমগ্রুভমেন্ট প্রজেক্ট, খাদ্য মূল্য চেইন উন্নয়ন এবং নগর উন্নয়ন ও নগর প্রশাসন প্রকল্প। এসব প্রকল্পে অর্থায়নের জন্য বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাপানের রাষ্ট্রদূত এইচ.ই.আইটিও নওকি স্বাক্ষর করেন। 

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি শেষে ফাতিয়া ইয়াসমিন বলেন, জাপান আমাদের অন্যতম দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী। এ দেশের অবকাঠামো উন্নয়নে জাপানের ব্যাপক ভূমিকা রয়েছে। স্বল্প সুদের এই ঋণে অর্থে ছয়টি বড় প্রকল্প বাস্তবায়ন করা হবে, যা দেশের অবকাঠামো ঘাটতি পূরণে সহায়ক হবে। আইটিও নাওকি বলেন, বাংলাদেশকে মধ্য আয়ের দেশে যেতে এসব প্রকল্প ব্যাপক ভূমিকা রাখবে। তাছাড়া কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এ অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!