• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সামনে কোনঠাসা হয়ে পড়েছে ভারত


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:০৭ পিএম
বাংলাদেশের সামনে কোনঠাসা হয়ে পড়েছে ভারত

ঢাকা: যুব এশিয়া কাপে দু’দলই কারও কাছে হারেনি। সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ও ভারত দুদলই চলে যায় ফাইনালে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ফাইনালে বাংলাদেশের সামনে রীতিমতো কাঁপাকাঁপি উঠেছে ভারতের। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক ধুরব জুরেল। তাঁর এই সিদ্ধান্ত বাংলাদেশের যুবাদের সামনে বুমেরাই হয়েছে।

এ প্রতিবেদন লেখার সময় ২৫ ওভারে স্কোরবোর্ডে ৮২ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ভারত।
 
তৃতীয় ওভারেই আঘাত হানেন তানজিম হাসান সাকিব। উইকেটকিপার আকবর আলীর ক্যাচ বানিয়ে ফেরান ওপেনার অর্জুন আজাদকে (০)। পরের ওভারে মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে সেই আকবরকেই ক্যাচ দেন তিলক ভার্মা (২)। ষষ্ঠ ওভারে রান আউটের ফাঁদে কাটা পড়েন সুবেধ পার্কার (৮)।

ভারত বড় জুটি গড়ে তোলার আগেই নিজের প্রথম ওভারে এসে জোড়া আঘাত হানেন শামিম হোসেন। প্রথমে সাশাওয়াত রাওয়াতকে (১৯) এলবিডব্লুয়ের ফাঁদে ফেলেন। ওই ওভারেই রানের খাতা খোলার আগেই বরুন লেভেনডেকে আউট করেন। তাঁর ক্যাচটি ঝাঁপিয়ে পড়ে লুফে নেন মৃত্যুঞ্জয়। ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন আনকোলেকার (২)।

২ রানে ২  উইকেট নিয়েছেন শামিম। সাকিব ও মৃত্যুঞ্জয় পেয়েছেন ১টি করে উইকেট।

সোনালীনিউজ/আরআইবি/এএস

Wordbridge School
Link copied!