• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলায় কথা বলে মন জয় করলেন হার্শেল গিবস


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৫, ২০১৯, ০১:৩৭ পিএম
বাংলায় কথা বলে মন জয় করলেন হার্শেল গিবস

ঢাকা: খেলোয়াড়ি জীবনে মারকাটারি ব্যাটিং করতেন। তাকে থামানোর সাধ্যি কারও ছিল না। তিনি হার্শেল গিবস। সিলেট থান্ডার্স তাকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে। বঙ্গবন্ধু বিপিএলের সাথে নিজেকে জড়াতে পেরে রোমাঞ্চিত দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা। তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সবাইকে অভিবাদন, আমি হার্শেল গিবস। বিপিএল এর ২০১৯ সালের আসরে সিলেট থান্ডার্সের প্রধান কোচ হতে পেরে খুব রোমাঞ্চিত আমি।’

এবারের বিপিএল হচ্ছে বিশেষ। পুরো আয়োজন করছে বিসিবি। আর এটি হচ্ছে বঙ্গবন্ধুর নামে, ‘জাতির জনকের জন্মশতবর্ষ উদ্‌যাপনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। ভক্ত-সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য তর সইছে না আমার। সিলেটিদের সঙ্গে একটা সফল মৌসুম কাটানোর অপেক্ষায় আছি।’

সিলেটের সৌজন্যে গিবসের মুখ থেকে বাংলাও শোনা গেল। তিনি বলেন, ‘আমাদের সমর্থন জানানোর জন্য মাঠে আসবেন, প্রস্তুত থাকবেন “ব্যাটে বলে বজ্রপাত” দেখার জন্য।’ সিলেট দলে খেলছেন মোসাদ্দেক-মিঠুন-নাঈম-নাজমুলরা। এই তরুণরা নিশ্চয় গিবসের কাছ থেকে দারুন কিছুই শিখতে পারবেন।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!