• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঘের আতঙ্কে দিন কাটছে তালতলীবাসীর


বরগুনা প্রতিনিধি মে ১৮, ২০১৯, ১০:১৮ এএম
বাঘের আতঙ্কে দিন কাটছে তালতলীবাসীর

ঢাকা: বাঘ আতঙ্কে দিন কাটাচ্ছে বরগুনার তালতলী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। এলাকাবাসী জানান, সম্প্রতি কোনো এক মাংসাশী প্রাণী রাতের আঁধারে গ্রামের বাড়িঘরে হানা দিচ্ছে। গবাদি পশুসহ মানুষকেও আক্রমণ করছে। বন বিভাগের ধারণা প্রাণীটি বাঘ হতে পারে।

ঘটনার শুরু গত ১৫ মে, মরানিদ্রা গ্রামের লালমিয়া ফরাজির বাড়িতে প্রথমে হানা দেয় মাংসাশী প্রাণীটি। তার একটি গরুর অর্ধেকটা খেয়ে ফেলে। এর পরে গ্রামের একাধিক বাড়িতে শুরু হয় গরু ঘরে আক্রমণ।

সুন্দরবনের পাশেই সমুদ্র পারজুরে বরগুনার তালতলী উপজেলার গৌয়মতলা, টেংরাগিরি ও সোনাকাটা বন। বনের কোল ঘেঁষে মরানিদ্রা, ফকিরহাট, নলবুনিয়সহ বেশ কয়েকটি গ্রাম। গ্রামগুলোর রাস্তাঘাট, দোকানপাট বা ঘর-বাড়ি যেন এখন জনমানবশূন্য। রাত তো দূরে থাক দিনের বেলায়ও ঘর থেকে বের হতেও ভয় পান গ্রামবাসী।

এদিকে গ্রামগুলোর বিভিন্ন স্থান থেকে প্রাণীটির পায়ের ছাপ সংগ্রহ করেছে বন বিভাগ। তারা বলছে ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে সুন্দরবন থেকে ভেসে আসতে পারে কোনো বাঘ।

তালতলী সকিনা বিটের বিট অফিসার জাহিদ প্রমানিক বলেন, সবাইকে সতর্ক করা হয়েছে।  উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাঘের পায়ের ছাপ দেয়া হয়েছে।

বন বিভাগ বলছে, গত বছর এখানে সুন্দরবন থেকে একটি হরিণ ও একটি কচ্ছপ ভেসে এসেছিল।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!