• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘বাচসাস’ মঞ্চে শাকিব খানকে রাজকীয় সংবর্ধনা


বাবুল হৃদয় এপ্রিল ৬, ২০১৯, ০১:৪৬ পিএম
‘বাচসাস’ মঞ্চে শাকিব খানকে রাজকীয় সংবর্ধনা

মঞ্চে যাচ্ছেন শাকিব খান

বাবুল হৃদয়: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর মঞ্চে সুপারস্টার শাকিব খানকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হল। শুক্রবার (৫ এপ্রিল) আগারগাঁও ফিল্ম আর্কাইভ ভবন, বাচসাস এর ৫০ বছর পূর্ণ উপলক্ষে সংগঠনটির সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে হল ভর্তি দর্শকদের সামনে এই সংবর্ধনা দেওয়া হয়। 

উপস্থাপক ঘোষণা করেন শাকিবের গানে এবার কাঁপবে মঞ্চ। যেই বলা সেই কাজ।  মঞ্চে ‘শাকিব খান’ শিরোনামের টাইটেল সং-এর সঙ্গে নানা রঙ্গের আলো আর তানজিলের আধুনীক কোরিওগ্রাফিতে ডান্স চলছিল। এ সময় দর্শক সারিতে বসা ছিলেন শাকিব খান। গান আর নাচের তালে দর্শক বুঝে ওঠার আগেই ডান্স গ্রুপটি নিচে এসে অভিনব পদ্ধতিকে শাকিব খানকে মঞ্চে তুলে নেন। একজন সুপার হিরোকে এভাবে মঞ্চে নেয়ায় দর্শকদের প্রচুর করতালির মধ্যেদিয়ে প্রিয় এই নায়ককে দাঁড়িয়ে অভিবাধন জানান।

এমন রাজকীয় সংবর্ধনা যখন মঞ্চে ঠিক এসময় ঘোষণা আসে ২০১৭ সালের ‘সত্তা’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হন শাকিব খান। 

শাকিব খান বলেন . 'সত্তা' চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার সম্মাননা অর্জন করলাম। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও নায়ক আলমগীরের হাত থেকে পদক গ্রহন করেছি। শাকিব মিষ্টি হেসে বলেন,‘নতুন তথ্যমন্ত্রী মহোদয় হাছান মাহমুদ স্যার ও আলমগীর স্যারের হাত থেকে নেওয়া এটা আমার প্রথম অ্যাওয়ার্ড। এছাড়া এ বছরের প্রথম অ্যাওয়ার্ড। আশা করবো তাদের হাত থেকে এবছর আরও অনেক অ্যাওয়ার্ড আসুক। আমার অন্তরের অন্তস্থল থেকে স্পেশালি ধন্যবাদ ও শুভকামনা জানাই বাচসাসকে। চলচ্চিত্র নিয়ে কাজ করা কোনো সংগঠন ৫০ বছরে পা রাখলো। এটা বিশাল পাওয়া। বাচসাস এগিয়ে যাক। আরও আলো ছড়াক’।

শাকিব খান ছাড়াও অনুষ্ঠানে পুরস্কার পায়-শ্রেষ্ঠ চলচ্চিত্র:  দেশা: দ্য লিডার, শ্রেষ্ঠ পরিচালক: সৈকত নাসির (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: আহম্মেদ হুমায়ূন (স্বপ্ন ছোঁয়া), শ্রেষ্ঠ গায়ক: বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প), শ্রেষ্ঠ গায়িকা: লেমিস (অগ্নি), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: চন্দন রায় চৌধুরী (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): তারিক আনাম খান (দেশা: দ্য লিডার), শ্রেষ্ঠ অভিনেতা: ফেরদৌস (এক কাপ চা), শ্রেষ্ঠ অভিনেত্রী: মাহিয়া মাহি (দেশা: দ্য লিডার)। 

বাচসাস পুরস্কার ২০১৫ বিজয়ী

শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদ্ম পাতার জল, শ্রেষ্ঠ পরিচালক: মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: শওকত আলী ইমন (ব্ল্যাক মানি), শ্রেষ্ঠ গায়ক: আসিফ আকবর (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ গায়িকা: এলিটা করিম (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে ): জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন), শ্রেষ্ঠ অভিনেতা: আরেফিন শুভ (ছুঁয়ে দিলে মন), শ্রেষ্ঠ অভিনেত্রী: বিদ্যা সিনহা সাহা মিম (পদ্ম পাতার জল)।

বাচসাস পুরস্কার ২০১৬ বিজয়ী

শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা, শ্রেষ্ঠ পরিচালক: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়ক: ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ গায়িকা: সিঁথি সাহা (ভোলাত যায় না তারে), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: রাশেদ জামান চৌধুরী ( আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২), শ্রেষ্ঠ অভিনেতা: চঞ্চল চৌধুরী (আয়নাবাজি), শ্রেষ্ঠ অভিনেত্রী: নাবিলা (আয়নাবাজি), জুরি বোর্ডের বিশেষ পুরস্কার: কুমার বিশ্বজিৎ, সংগীত শিল্পী ও সংগীত পরিচালক (সারাংশে তুমি)

বাচসাস পুরস্কার ২০১৭ বিজয়ী

শ্রেষ্ঠ চলচ্চিত্র: রাজনীতি, শ্রেষ্ঠ চলচ্চিত্র: ঢাকা অ্যাটাক, শ্রেষ্ঠ পরিচালক: হাসিবুর রেজা কল্লোল (সত্তা), শ্রেষ্ঠ সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (সত্তা), শ্রেষ্ঠ গায়ক: জেমস (সত্তা), শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ (সত্তা), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): আনিসুর রহমান মিলন (রাজনীতি), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): রুনা খান (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): নাসরিন (সত্তা), শ্রেষ্ঠ অভিনেতা: শাকিব খান (সত্তা), শ্রেষ্ঠ অভিনেত্রী: তিশা (হালদা), শ্রেষ্ঠ অভিনেত্রী: অপু বিশ্বাস (রাজনীতি)।

বাচসাস পুরস্কার ২০১৮ বিজয়ী

শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেবী, শ্রেষ্ঠ পরিচালক: অনম বিশ্বাস (দেবী), শ্রেষ্ঠ গায়ক: ইমরান (নায়ক), শ্রেষ্ঠ গায়িকা: আখি আলমগীর (একটি সিনেমার গল্প), শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রাহক: সাইফুল শাহীন (পোড়ামন-২), শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): মিশা সওদাগর (জান্নাত), শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): শবনম ফারিয়া (দেবী), শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন), শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী)।

জুরি বোর্ডের বিশেষ পুরস্কার: পুজা চেরী (নবাগত নায়িকা)। জুরিমন্ডলীর সভাপতি সাংবাদিক ও নির্মাতা নরেশ ভূঁইয়া।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!