• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজে মন্তব্য দূর করতে ফেসবুকের ‘কমেন্ট র‌্যাঙ্কিং’


নিউজ ডেস্ক জুন ১৬, ২০১৯, ০৩:০৭ পিএম
বাজে মন্তব্য দূর করতে ফেসবুকের ‘কমেন্ট র‌্যাঙ্কিং’

ঢাকা: পাবলিক পোস্টকে আরও ‘অর্থপূর্ণ’ করতে কমেন্ট র‌্যাঙ্কিং ফিচারের বিস্তারিত ধারণা দিয়েছে ফেসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ফেসবুকের সব পেজ এবং অ্যাকাউন্টের কমেন্টের বিশুদ্ধতা রক্ষা করতে একটি র‌্যাঙ্কিং চালু করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রোডাক্ট ম্যানেজার জাস্টিন সেন ব্লগে লিখেছেন, নিয়মিত জরিপের মাধ্যমে ফেসবুক বুঝতে চেষ্টা করে ব্যবহারকারীরা কী ধরনের কমেন্ট পড়তে পছন্দ করেন।

আক্রমণাত্মক কিংবা বিদ্বেষমূলক কোনো মন্তব্য পেলেই সেটি ডিলিট করে দেওয়া হয়। সব পেজের জন্যই এই নীতিমালা আছে। যাদের অনেক ফলোয়ার তাদের অ্যাকাউন্টে এটি অটোমেটিক অনুসরণ করা হয়।

যাদের ফলোয়ার কম তারা সেটিংসে গিয়ে কমেন্ট র‌্যাঙ্কিং অন করতে পারেন। এ জন্য ‘Settings’ এ গিয়ে ‘Public Posts’ এ ক্লিক করতে হবে। তারপর ‘Who Can Follow Me’ থেকে ‘Public’ করে পেজ রিফ্রেশ দিতে হবে। এরপর ‘Comment Ranking’ থেকে On  অথবা Off করতে পারবেন।

ফেসবুক পেজের কমেন্ট, লাইকের ওপর তার রিচ নির্ভর করে। যে পেজের পোস্টে মানুষ বেশি লাইক দেন, বেশি বেশি কমেন্ট করেন সেই পেজ বেশি বেশি ব্যবহারকারীর কাছে ছড়ায়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!