• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাটলারকে ‘মাকড় আউট’ করে কলঙ্কের জন্ম দিলেন অশ্বিন


ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০১৯, ১১:৩৯ এএম
বাটলারকে ‘মাকড় আউট’ করে কলঙ্কের জন্ম দিলেন অশ্বিন

ঢাকা : ক্রিকেট ভদ্রলোকের খেলা। মাঝে মাঝেই এই ভদ্রলোকের খেলায় কলঙ্কের দাগ লেগে যায়। যেমনটা লাগল সোমবার জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। রাজস্থান রয়্যালসের জস বাটলারকে ‘মাঁকড় আউট’ করে নতুন বিতর্ক তৈরি করলেন রবিচন্দ্রন অশ্বিন।

রাজস্থান ব্যাটিং ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে উইকেট থেকে বেরিয়ে যাওয়া জস বাটলারকে মাঁকড়ীয় আউট করেন পাঞ্জাব অধিনায়ক। সেই ঘটনার পরেই টুইটারে শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার জোয়ার।

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগানের টুইট, ‘বিশ্বাসই করতে পারছি না। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে এর চেয়ে শোচনীয় উদাহরণ আর কিছু হতে পারে না।’

আর এক ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়ের টুইট, ‘অশ্বিনের এই ক্রিকেটীয় আচরণে লজ্জিত। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।’ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন টুইটারে লিখেছেন, ‘ক্রিকেটীয় স্পিরিটের কোনও সম্মানই প্রাপ্য নয় অশ্বিনের জন্য।’

সাবেক ভারতীয় তারকা মোহাম্মদ কাইফের টুইট, ‘হয়তো নিয়মের মধ্যে থেকেই অশ্বিন আউট করেছে। কিন্তু ওর এক বার বাটলারকে সতর্ক করা উচিত ছিল। সেটা না করাতেই বিস্মিত।’ কাইফ টুইটে আরও লিখেছেন, ‘এর আগেও একটা আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন এই ঘটনা ঘটিয়েছিল। শেবাগ সেই আবেদন পরে ফিরিয়ে নিয়েছিল।’

১৪ রানে জিতে যাওয়ার পর অশ্বিন বলেছেন,‘  এ ব্যাপারে কোনও তর্ক করতে চাই না। আমি সেই মুহূর্তে বলটা করার আগেই বাটলার ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। ওই সময় কী করা উচিত, সেটা আমার হাতেই ছিল। কারণ সেটা বোলিং প্রান্ত। আমরা ঠিক কাজই করেছি। এ রকম আউট ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাটসম্যানদের তাই সতর্ক থাকা উচিত।’

কেউ কেউ প্রশ্ন তুলেছেন ঠিক বলটা যখন করতে যাবেন অশ্বিন, তখন বাটলার কোথায় ছিলেন তা নিয়ে। নিয়ম বলছে বোলিং করার মুহূর্তে যদি ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তা হলেই আউট করা যাবে।

কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে অশ্বিন বোলিং করতে গিয়ে যখন দেখেন বাটলার ক্রিজ ছাড়ার মুখে, তিনি অপেক্ষা করেন, বাটলার এর পরে ক্রিজ ছেড়ে বেরোতেই আউট করেন তিনি। তাই বাটলার আউট আদৌ ছিলেন কি না সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!