• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বান্দরবানে সেনাবাহিনীর গাড়ি খাদে, নিহত ১


বান্দরবান প্রতিনিধি জুন ১৯, ২০১৯, ০৮:৪৬ পিএম
বান্দরবানে সেনাবাহিনীর গাড়ি খাদে, নিহত ১

বান্দরবান: বান্দরবানে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও নয়জন।

বুধবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম মো. ওবায়দুল। তার বাড়ি যশোরে। তিনি ৩৫ নং ইএমই ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। এরা হলেন- সার্জেন্ট কামাল, কর্পোরাল ফারুখ, সৈনিক আরিফ, হালিম, রিটু (চালক), তপন (হেলপার) ও মাসুদ (সিভিল)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে বান্দরবান-রুমা সড়কের ১২ মাইল নামক এলাকায় সেনাবাহিনীর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১০ জন সেনা সদস্য আহত হন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সেনা সদস্য ওবায়দুলের মৃত্যু হয়।

বান্দরবান সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. প্রত্যুস পাল জানান, আহত সেনা সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!