• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাবা আমার ভালো থেকো প্রিয় মাটির ঘরে


মো:গোলাম মোস্তফা(দুঃখু) জুন ১৯, ২০১৮, ১১:০০ এএম
বাবা আমার ভালো থেকো প্রিয় মাটির ঘরে

বাবা আমার কেমন আছো ?
তুমি নীরব ঘরে শুয়ে আছো।
তোমার ইচ্ছে হয় না!
তোমার ছেলের কাছে যেতে।

হয়তো কান্না নিজের মাঝে রাখো চেপে,
বলতে কারো পারো না ।

আচ্ছা বাবা তুমি যে ঘরে আছো,
সে বাড়িটি কেমন সুন্দর!
আমার খুব ইচ্ছে তোমার বাড়ি যেতে।

ঘুমের চোখে বলবো,
বাবা ও বাবা কোথায় তুমি।

একবার আমার কাছে আসো,
আজ বাবা দিবস
তোমায় না দেখে চোখ খুলবো না।

নিষ্ঠুর পৃথিবীর কঠিন খেলা,
আর আমি সেই খেলার
মাঠে বল হয়ে আছি ।

আচ্ছা বাবা তোমার কি,
আমার বুকে মাথা রাখতে ইচ্ছে করে।

তবে আমার অনেক ইচ্ছে করে,
তোমার ভালোবাসার বুকে
মাথা রেখে শান্তির ঘুম ঘুমাতে ।

সবার সুখ আছে!
বাবার ভালোবাসা আছে,
আমার সুখের ঘরে কষ্টের খেলা ।

বাবা তোমাকে না পাওয়ার কষ্ট,
আমায় বড় একা করে দিয়েছে।

সকালের হাসিতে সবার মন জয় করা,
রাতের ঘরেতে নিজের কষ্টের কথা বলা।

প্রিয় বাবা আমার নিজের খেয়াল রেখো,
আমি আসবো তোমার ঘরে।
সেদিন না হয় প্রাণ ভরে দেখবো,
আমার প্রিয় বাবা কে ।

এই আকাশ তুমি চুপ কেন,
বাবার খবর এনে দাও।

বাবা যে আমার তোমার মাঝে!
হাজারো কষ্টের ভিড়ে,
তোমাকে খুজি নয়নের চোখে ।

বাবার ভালোবাসা কেমন লাগে,
জানা নেইতো আমার ।

সবার বাবা আছে ভালোবাসার সুখ আছে,
আমার বাবা নেই ভালোবাসার সুখ নেই ।

দেখার আশায় পথ চেয়ে থাকি!
বাবা আসিবে ফিরে ।

সকলে বলে বাবা আমার,
মাটির ঘরে থাকে ।

সেখানে যাবার রাস্তা আছে,
ফিরে আসার রাস্তা নেই ।

প্রতি দিন বাবার ঘরে পাশে বসে থাকি,
যদি বাবা কখনো আমায় ডাকে ।

বাবা আমার ভালো থেকো,
তোমার প্রিয় মাটির ঘরে ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী,সাংবাদিকতা বিভাগ,পোর্ট  সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,খুলশী,চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!