• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বার কাউন্সিল নির্বাচন, সোমবার ভোটগ্রহণ


আদালত প্রতিবেদক মে ১৩, ২০১৮, ১১:২০ পিএম
বার কাউন্সিল নির্বাচন, সোমবার ভোটগ্রহণ

ঢাকা : আইনজীবীদের নজরদারি সংবিধিবদ্ধ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী সাদা ও নীল প্যানেল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। বিএনপি-জামায়াত ঘরানার নীল প্যানেল বলছে, নির্বাচনে কোনো রকম অনিয়ম বরদাশত করা হবে না।

অপরদিকে পাল্টা জবাবে আওয়ামী ঘরানার সাদা প্যানেল বলছে, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ এ অভিযোগ তুলছে।   সোমাবার (১৪ মে) বার কাউন্সিলের তিন বছর মেয়াদি ১৫ সদস্যের নির্বাহী পরিষদের ভোটগ্রহণ। কমিটির চেয়ারম্যান  পদাধিকার বলে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। আইনজীবীদের ভোটে পরিষদের ১৪ সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে ৭টি সাধারণ আসন ও বাকি ৭টি আঞ্চলিক আসন। দেশজুড়ে ভোটার ৪৩ হাজার ৭১৩ আইনজীবী।  গতকাল শনিবার সকালে সুপ্রিম কোর্ট  আইনজীবী সমিতি ভবনে নীল প্যানেল সংবাদ সম্মেলন করে। এর পাল্টা জবাবে বিকালে সাদা প্যানেলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নীল প্যানেলের প্রার্থী এ জে মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে বলেন, এবারের বার কাউন্সিল নির্বাচনে কোনো হস্তক্ষেপ ও অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি অভিযোগ করেন, ২০১৫ সালের বার কাউন্সিল নির্বাচনে ভোটের ফলাফল শিট ঠিকমতো দেওয়া হয়নি। ভোটারদের নিজ নিজ আইনজীবী সমিতির পরিচয়পত্র দিয়ে ভোট প্রদানের সুযোগ দিতে হবে।  

এদিকে বিকালে এক সংবাদ সম্মেলনে সাদা প্যানেলের প্রার্থী আবদুল বাসেত মজুমদার বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা নিজেদের পরাজয়ের আশঙ্কায় আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আশা করছি সচেতন আইনজীবীরা এতে কান দেবেন না।  

তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আমরা কিছু নিয়ম করেছি। ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে। ভোটারদের ভোটের সময় জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের প্রতিলিপি নিয়ে আসতে বলেছি। এ কারণে এ নির্বাচনে জাল ভোটের কোনো সুযোগ নেই।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!