• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্সায় প্রিয় ৭ নম্বর জার্সিই পেলেন কুতিনহো


ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০১৮, ০৭:১৪ পিএম
বার্সায় প্রিয় ৭ নম্বর জার্সিই পেলেন কুতিনহো

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর সৌজন্যে ৭ নম্বর জার্সিটির অন্যরকম এক মহাত্ম্য আছে। ১০ নম্বর জার্সির প্রতি ফুটবলারদের যেমন আসক্তি আছে, একইভাবে এখন ৭ নম্বর জার্সিরও কদর বাড়ছে। আর এর নেপথ্যে অবশ্যই পর্তুগীজ মহাতারকা রোনালদো। ক্লাব ফুটবল হোক কিংবা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ৭ নম্বর জার্সি রোনালদোকে দেখতেই অভ্যস্ত ফুটবল বিশ্ব।

তবে এবার বার্সার ৭ নম্বর জার্সিতেই নজর কাড়তে চলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ফিলিপ কুতিনহো। বার্সেলোনার হয়ে এর আগে ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন তুরস্কের অ্যাটাকিং মিডফিল্ডার আরদা তুরান। গত জানুয়ারিতে লিভারপুল থেকে ১৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সোলোনায় এসেছিলেন কুতিনহো।

স্প্যানিশ ক্লাবের হয়ে ইতিমধ্যে ২২ ম্যাচে ১০টি গোল রয়েছে সেলেসাও তারকার। গোল করিয়েছেন ছয়টি। বিশ্বকাপ চলাকালীন ফুটবলমহলে জোর গুঞ্জন ছিল মোটা অঙ্কের ট্রান্সফারে পিএসজিতে পা রাখতে চলেছেন কুতিনহো। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হয়নি।

শেষ মৌসুমে বার্সেলোনার হয়ে ১৮ ম্যাচে ৮ গোল করেছেন কুতিনহো। এবার ৭ নম্বর জার্সিতে খেলবেন। টুইটারে ব্রাজিলিয়ান তারকার নতুন জার্সির ছবি পোস্ট করে ক্লাবের অফিসিয়াল অ্যাকাউন্ট। তুরান ছাড়াও বার্সার হয়ে ৭ নম্বর জার্সি উঠেছিল লুইস ফিগো, হেনরিক লারসন, ডেভিড ভিয়ার মতো তারকা ফুটবলারদের গায়ে।

২০১৫ সালে তুরান আসার আগে জার্সিটি ছিল স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রোর গায়ে। বার্সায় এসে এতদিন ১৪ নম্বর জার্সিতে খেলতেন কুতিনহো। এবার দেখাই যাক, ৭ নম্বর জার্সি পড়ে তিনি বার্সাকে কতটা সাফল্য এনে দিতে পারেন।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!