• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় পারেন, আর্জেন্টিনার হয়ে পারেন না মেসি!


ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০১৯, ০১:১৬ পিএম
বার্সেলোনায় পারেন, আর্জেন্টিনার হয়ে পারেন না মেসি!

ঢাকা: এই অভিযোগ বহু পুরোনো। লিওনেল মেসি বার্সেলোনায় যা করেন তা পারেন না আর্জেন্টিনার জার্সি গায়ে। এ নিয়ে মেসিকে নানা কথা নানা সময়ে শুনতে হয়েছে। অনেক সময় এই সব অভিযোগের জবাব দিতে পেরেছেন আবার অনেক সময় পারেননি। তবে আর্জেন্টিনা সমর্থকরা সবসময়ই মেসির কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করেন। মেসি সেই প্রত্যাশার সামান্যই মেটাতে পেরেছেন। অথচ বার্সেলোনায় বলতে গেলে তিনি একাই খেলেন। কাতালানদের হয়ে গোল করা যেন ডালভাত তাঁর কাছে। অথচ আর্জেন্টিনার হয়ে নামলেই ঠিক কী হয়-এর সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি।

শুক্রবার রাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার হারের পর আবার এই প্রশ্নই উঠছে ফুটবলমহলে৷ জুনেই কোপা আমেরিকার আসর৷ আর কোপার প্রস্তুতিটা একেবারেই ভালো হলো না আর্জেন্টিনার৷ কোপার প্রস্তুতি হিসেবে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা হারল ১-৩ ব্যবধানে৷

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর এই ম্যাচ দিয়েই দেশের জার্সিতে প্রত্যাবর্তন করলেন মেসি৷ দীর্ঘ বিরতির পর দেশের জার্সিতে ফিরলেও প্রত্যাবর্তনের ম্যাচটা একেবারেই সুখের হলো না মেসির৷ ম্যাচে  ৯০ মিনিট মাঠে ছিলেন মেসি৷ ম্যাচে একাধিকবার মেসি ঝলক দেখা গেলেও দলকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা৷

সেই সঙ্গে ম্যাচ শেষে আরো বড় ধাক্কা আর্জেন্টাইন শিবিরে৷ কুচকির চোটের কারণে সাময়িক সময়ের জন্য ছিটকে গেলেন মেসি৷ অর্থাৎ মঙ্গলবারের মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে পাওয়া যাবে না মেসিকে৷ মেসি ছাড়াও চোটের কারণে দলের বাইরে চলে গেলেন মিডফিল্ডার গঞ্জালো মার্টিনেজ৷ চোটের কারণে দলের বাইরে রয়েছেন আট মাস পর জাতীয় দলে ডাক পাওয়া অ্যাঙ্গেল ডি মারিয়া৷

ম্যাচের দুই অর্ধ মিলিয়ে তিন গোল হজম করেন মেসিরা৷ প্রথমার্ধের শুরুতে ৬ মিনিটের মাথায় রনডনের গোলে লিড পায় ভেনেজুয়েলা৷ ড্রেসিংরুমে যাওয়ার আগে ৪৪ মিনিটে আর্জেন্টিনার জালে দ্বিতীয়বারের জন্য বল ঠেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভেনেজুয়েলা৷ এবার গোল করেন মুরিল্লো৷

দ্বিতীয়ার্ধে চাপ বাড়িয়ে ৫৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে মার্টিনেজ গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি৷ ৭৫ মিনিটে পেনাল্টিতে গোল করে ভেনেজুয়েলার হয়ে আর্জেন্টিনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোসেফ৷ ভেনেজুয়েলা ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে৷ মঙ্গলবার আর্জেন্টিনার পরের প্রতিপক্ষ মরক্কো৷

সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!