• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১


ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ১৫, ২০২০, ১১:৪১ এএম
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ: শৈত প্রবাহের ঘন কুয়াশার জন্য ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এলাকায় বালু ভর্তি ট্রাকের পিছনে ৩ বাস ও ১ ট্রাকের ধাক্কায় বাস একজনের মৃত্যু হয়েছে। নিহত আবুল হোসেনের (৪০) বাসের সহকারী ছিলেন। তার বাড়ি শেরপুর জেলায়।

এ ঘটনায় অন্তত আরও ১২ জন আহত হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার কাজির শিমলা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মুনিম সারোয়ার এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজির শিমলা উচ্চবিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাস দাঁড়ানো থাকা বালু ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ওই বাসের পেছনে আরেকটি বাস তার পেছনে ট্রাক তার পেছনে আরও একটি বাসের ধাক্কা লাগে। এতে শেরপুর থেকে ছেড়ে আসা বাস চালকের সহকারী আবুল হোসেনসহ ১৩ জন যাত্রী গুরতর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে চিকিৎসাধীন অবস্থায় বাস হেলপার আবুল হোসেন মৃত্যুবরন করেন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!