• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাসচাপায় শিক্ষক ও কৃষি কর্মকর্তা নিহত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৬, ০৯:১২ পিএম
বাসচাপায় শিক্ষক ও কৃষি কর্মকর্তা নিহত

মাদারীপুর প্রতিনিধি
ঢাকার রেশ কাটতে না কাটতে মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাজৈর উপজেলার কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সরকার এবং জলিলপাড় বঙ্গরত্ন কলেজের সাবেক অধ্যক্ষ সতেন্দ্রনাথ কীর্ত্তনীয়া। তাদের বাড়ি উপজেলার কদমবাড়ি গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভুইয়া জানান, বাসটি পুলিশ জব্দ করলেও পালিয়ে গেছে বাসের চালক। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,গতকাল শনিবার ঢাকার মৎস্য ভবনের সামনে এবং শাহবাগ মোড়ে বাস চাপায় দুই শিশু মারা যায়।


সোনালীনিউজ/ঢাকা/মে

 

Wordbridge School
Link copied!