• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাসায় বসেই করোনা টেস্ট!


নিউজ ডেস্ক মার্চ ২৭, ২০২০, ০৯:১১ পিএম
বাসায় বসেই করোনা টেস্ট!

ঢাকা : চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে ভয়াবহ অবস্থা বিশ্বজুড়ে। দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই ভাইরাস প্রতিরোধে কোনো ওষুধ বা প্রতিষেধক এখনও উদ্ভাবন হয়নি। তবে প্রতিষেধক আবিষ্কারের জন্য দুরন্ত গতিতে গবেষণা চলছে।

আর এই প্রথম বাসায় বসে করোনা ভাইরাস পরীক্ষা করার কিট নিয়ে এসেছে যুক্তরাজ্য। করোনার হোম টেস্টিং কিট খুব শিগরিই কিনতে পারবেন লন্ডনের মানুষ। প্রথমে ন্যাশানাল হেলথ সার্ভিস স্টাফদের জন্য বরাদ্দ করা হবে অভিনব এই কিট।

পাবলিক হেলথ লন্ডন বলছে, করোনা পরীক্ষা করতে মানুষ এখন অনলাইন থেকেই অর্ডার করতে পারবে কিট। আঙুল ফুটা করে এই টেস্ট করতে মাত্র ১৫ মিনিট সময় লাগবে। এ ব্যবস্থায় নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। শুধুমাত্র করোনা সনাক্ত না যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে তাদের প্রাত্যাহিক জীবনে ফিরে আসার বিষয়ে সহায়তা করবে কিটটি।

ন্যাশনাল ইনফেকশন সার্ভিসের পরিচালক প্রফেসর স্যারন পিকক জানান, এই সপ্তাহেই ছোট একটা কাজ শেষ হলেই কিটটি বাজারে আসবে।

তবে নতুন এই কিটের বিষয়ে পুরোপুরি বিপরীত কথা বললেন সিএমওর অধ্যাপক ক্রিস হুইটি। তার মতে খুব একটা আশানুরুপ ফল আনবে না নতুন এই কীট।

নতুন এই কীটের ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবে স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে কয়েক লাখ ফিংগার প্রিক কেনা হয়েছে বলে জানিয়েছে পিকক। যার সবগুলো ব্র্যান্ড নিউ।

এর আগে দিনে প্রায় ২৫ হাজার টেস্ট করাতে যেয়ে বেগ পেতে হচ্ছিল লন্ডনের স্থানীয় স্বাস্থ্যকর্মীদের। দিনে ২৫ হাজার টেস্ট করার কথা থাকলেও সরঞ্জামের অভাব ও লোক স্বল্পতার জন্য তা সম্ভব হয়ে ওঠেনি। নতুন এই কিটের অচিরেই সমস্যার সমাধান হবে বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!