• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাসের ধাক্কায় নিভে গেল নৈশপ্রহরীর প্রাণ


বগুড়া প্রতিনিধি জানুয়ারি ২০, ২০১৯, ০৭:৫৪ পিএম
বাসের ধাক্কায় নিভে গেল নৈশপ্রহরীর প্রাণ

প্রতীকী ছবি

বগুড়া : জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত বাসের ধাক্কায় নৈশপ্রহরী আফসার আলী প্রামাণিক (৬৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মৃত গ্যান্দা প্রমাণিকের ছেলে।

শনিবার (১৯ জানুয়ারি) রাত ১২টার দিকে কর্তব্য পালনরত অবস্থায় মহাসড়কের একপাশ থেকে আরেক পাশে পার হওয়ার সময় দ্রুতগামী কোচটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান এবং ঘটনার প্রতক্ষ্যদর্শী চাল ব্যবসায়ী আবদুল খালেক জানান, নিহত আফসার আলী প্রামাণিক বন্দর কমিটির অস্থায়ী নৈশ প্রহরী ছিলেন। হেটে মহাসড়কের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পার হচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির একটি কোচ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়ার শাজাহানপুর কৈগাড়ি পুলিশ ফাঁড়ির টিএসআই গোলাম মোস্তফা নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, অজ্ঞাত কোচের ধাক্কায় আফসার আলী নিহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!