• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসই বাংলাদেশকে ডুবিয়েছে!


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৭, ২০১৮, ০৮:২৮ পিএম
বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসই বাংলাদেশকে ডুবিয়েছে!

ঢাকা : আত্মবিশ্বাস থাকা ভালো। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হলে হিতে বিপরীত হয়। বাংলাদেশের বেলায়ও সোমবার তাই হয়েছে। খেলোয়াড়দের বাড়াবাড়ি রকমের আত্মবিশ্বাসই বাংলাদেশকে ডুবিয়েছে এমনটাই মনে করেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি।

তাঁকে সবচেয়ে হতাশ করেছে এই ব্যাপারটা আগের ব্যাটসম্যানরা যে ভুলের খেসারত দিয়ে ফিরেছে সেই একই ভুল করেছে পরের ব্যাটসম্যানরাও! ম্যাকেঞ্জি বলছেন, ‘আসলে পর পর বেশ কয়েকটা সিরিজ জিতেছে বলে দলের আত্মবিশ্বাস বেশ চড়া। তিন ধরনের ক্রিকেটেই আমরা ভালো ক্রিকেট খেলে আসছি। ফলে আত্মবিশ্বাসও সে রকম। আমরা ব্যাটসম্যানদের ওপর আস্থা রেখেছিলাম। কিন্তু এটা হতাশার, তারা ভুলগুলো থেকে শিখতে পারল না। তবে আমরা এখনো ব্যাটসম্যানদের ওপর আস্থা রাখছি।’

আত্মবিশ্বাস থাকা ভালো। কিন্তু সেটি যেন বাড়াবাড়ি রকমের পর্যায়ে না পৌঁছায় সেটাই মনে করিয়ে দিলেন ম্যাকেঞ্জি, ‘আজকের মূল সমস্যাটাই ছিল অতি আত্মবিশ্বাস। আপনি যদি ওই তিনটা আউটের দিকে তাকান। লিটন ১৪০ কিমি গতির বলটায় কী করল, নিচে এসে মেরে দিতে চাইল। এটা করতে অবশ্যই অনেক সাহস, বড় কলিজা আর নিজের ওপর বিশ্বাস লাগে। তামিম দারুণ ফর্মে আছে ও স্কয়ারের সামনে দিয়ে মারতে চেয়েছিল। সৌম্যও একটি কাজ করেছে। দল যেভাবে শর্ট বল খেলেছে এটা নিয়ে আমার কোনো উদ্বেগ নেই। বরং আমি মনে করি আসল বিপদটা হয়েছে অতি আত্মবিশ্বাসে, আগুনের সঙ্গে আগুন নিয়ে খেলতে গিয়ে। কখনও কখনও আপনাকে আক্রমণ থেকে বিরতি নিতে জানতে হয়। সেটাই আমরা পারিনি।’

বাংলাদেশ এক সময় রান তুলছিল দশের কাছাকাছি। কিন্তু অতিরিক্ত মেরে খেলতে গিয়ে সাত বল থাকতেই ১২৯ রানে অলআউট। মেরে খেলাটা তাই কাজেই এল না। ম্যাকেঞ্জি বলছেন,‘টি-টোয়েন্টিতে বেশি স্কোরিং রেট থাকার বেশ সুবিধা আছে। কিন্তু আমরা উইকেটও হারাচ্ছিলাম। আপনাকে বুঝতে হবে, আপনি যে কারণে এতটা ঝুঁকি নিচ্ছেন, এর বিনিময়ে কী পাচ্ছেন? শেষ পর্যন্ত তাই দিনটা আমাদের হলো না। ওয়েস্ট ইন্ডিজও মরিয়া হয়ে চেষ্টা করেছে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!