• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
গৃহকর্মী রোজিনার মৃত্যু

বিআরটিসির বাসচালকের বিরুদ্ধে চার্জশিট


আদালত প্রতিবেদক জুন ২৮, ২০১৮, ১১:০১ পিএম
বিআরটিসির বাসচালকের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা : রাজধানীর বনানীতে বাসচাপায় গৃহকর্মী রোজিনার পা বিচ্ছিন্নের পর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বিআরটিসি বাসের চালক শফিকুল ইসলামের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহার আদালতে বনানী থানার সহকারী পরিদর্শক (এসআই) শেখ মিজানুর রহমান এই চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিট আমলে নিয়ে বদলির আদেশ দিয়েছেন।

এ মামলায় সাক্ষী করা হয়েছে সৈয়দ ইশতিয়াক রেজাসহ মোট ৯ জনকে। মামলার একমাত্র আসামি বিআরটিসি বাসের চালক শফিকুল ইসলাম। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ির সামনে বিআরটিসির বাস (ঢাকা মেট্রো-ব ১১-৫৭৩৩) রোজিনা আক্তারকে ধাক্কা দেয়। রোজিনা পড়ে গেলে বাসটি তার ডান পায়ের ওপর দিয়ে চলে যায় এবং পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় ঘটনায় গাজী টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন আহমেদ রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন। ২৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!