• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএইচএমএস কোর্স ঢাবির ফার্মেসী অনুষদে রাখার দাবি


ঢাবি প্রতিনিধি আগস্ট ৮, ২০১৭, ০১:৫১ পিএম
বিএইচএমএস কোর্স ঢাবির ফার্মেসী অনুষদে রাখার দাবি

ঢাকা: বিএইচএমএস (ডিপ্লোমা-ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারি) কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ হতে মেডিসিন অনুষদে নেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশের প্রতিবাদ জানিয়েছে হোমিও পেশাজীবী সমিতি (হোপেস) বাংলাদেশ।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ প্রতিবাদ জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হোপেস মহাসচিব ডা. আমান উল্লাহ জিকু বলেন, ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় বি এইচ এম এস কোর্সকে ২১তম অধিভুক্ত কলেজ হিসাবে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালকে স্বীকৃতি দেয়। তারপর ২০১৪ পর্যন্ত বি এইচ এম এস কোর্সের ৪র্থ বর্ষে ডি এইচ এম এস কোর্স শর্তানুযায়ী অন্তর্ভুক্ত ছিল। এরপর বি এইচ এম এস ৪র্থ বর্ষে ভর্তির সুযোগ বন্ধ করে দেয়া হয়। এতোদিন আমরা এটি পুনর্বহালের দাবি জানিয়ে আসলেও ষড়যন্ত্রকারীরা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।

এ কোর্সটি এতদিন ঢাবির ফার্মেসি অনুষদের অন্তর্ভুক্ত থাকলেও ষড়যন্ত্রকারীরা তা মেডিসিন অনুষদের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র করছে। আমরা ফার্মেসি অনুষদের অধীনেই থাকতে চাই। সেটি কোনোভাবেই মেডিসিন অনুষদে নিতে দেওয়া হবে না। সেখানে গেলে হোমিওপ্যাথি ধীরে ধীরে ডাউন হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে তারা কিছু দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো- বি এইচ এম এস কোর্স ফার্মেসি অনুষদেই অন্তর্ভুক্ত রাখা, এ কোর্সে ৪র্থ বর্ষে ভর্তি পুনর্বহাল করা, ঢাকা বিশ্ববিদ্যালয় হোমিও মেডিকেল সেন্টারের জন্য দ্রুত আলাদা ভবন নির্মাণ ও জনবল নিয়োগ, ডি এইচ এম এস কোর্সকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি এস সি সমমান ডিগ্রী প্রদান, বি এইচ এম এস কৃতকার্য চিকিৎসকদের বি সি এস পরীক্ষায় অংশ গ্রহনের সুযোগ এবং প্রত্যেক জেলায় মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন হোপেসের কার্যকরী সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, সভাপতিমন্ডলীর সদস্য ডা. নুরুল আমীন হাওলাদার, ডা. রোকেয়া খাতুন, ডা. এইচ এম মনিরুজ্জামান, ডা. নজরুল ইসলাম রনি প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!