• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি জনগণের দুঃখ-দুর্দাশার সঙ্গে উপহাস করছে


নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২০, ০৩:৩৭ পিএম
বিএনপি জনগণের দুঃখ-দুর্দাশার সঙ্গে উপহাস করছে

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, মহামারী করোনা সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীদের ঈদ উপহার দিয়ে জনগণের দুঃখ-দুর্দাশার সঙ্গে উপহাস করছে।

সোমবার (১১ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব‌্য করেন তিনি।

কাদের বলেন, ‘দেশ যখন করোনার করাল গ্রাসে বিপর্যস্ত তখন জনগণের প্রত্যাশা ছিলো বিএনপি ত্রাণ সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াবে। আওয়ামী লীগে নেতাকর্মীদের যখন ঈদ শপিং না করে সেই অর্থ অসহায় জনগণের মধ‌্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ত্রাণের পরিবর্তে দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করছে। যা জনগণের দুঃখ-দুর্দশার সঙ্গে উপহাসের সামিল।’

তিনি বলেন,‘সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক ও চিকিৎসা সহায়তা দিচ্ছে। এ সময়ে প্রধানমন্ত্রী বয়স্ক ও অসহায়দের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সারাদেশে আওয়ামী লীগ পরিচালিত ত্রাণ কার্যক্রম করোনা সংকটে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।’

ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে। যারা অনিয়ম করবে দলীয় পরিচয়ে তাদের স্মরণ করিয়ে দিয়ে চাই, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান এখনো চলমান, বলেন ওবায়দুল কাদের।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!