• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৮, ২০১৯, ০২:৫৩ পিএম
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর নয়াপল্টনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পৌনে এক ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে কেন্দ্রীয় কার্যালয়। এ কারণে যথাসময়ে অনুষ্ঠিত হয়নি দলটির পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন এ কথা নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।’

এদিকে, আগুনে বড় কোনো ক্ষতি না হলেও প্রায় পৌনে একঘণ্টা দলের কার্যালয় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। অন্ধকারে কার্যালয়ের মধ্যে ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। নয়াপল্টনে দুপুর ১২টার দিকে দলের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও একঘণ্টা পর দুপুর ১টার দিকে শুরু হয়। শুরুতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে দেরি করার কারণ ব্যাখ্যা করেন। 

অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতি না হওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ওইসময় সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করায় দ্রুত ফায়ার সার্ভিস এসেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!