• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় নেতাদের একহাত নিলেন ইশরাক


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২০, ০৬:৩৬ পিএম
বিএনপির কেন্দ্রীয় নেতাদের একহাত নিলেন ইশরাক

ঢাকা: ঢাকা সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কেন্দ্রীয় নেতাদের ইঙ্গিত করে বলেন, কেউ ঝুঁকি নেবে কেউ ঘুমিয়ে থাকবে তা হতে পারে না। নির্বাচনের দিন স্থানীয় নেতাকর্মীরা মাঠে থাকার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সংগঠিতই করা হয়নি। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরাজিত মেয়র প্রার্থী ইশরাক বলেন, ভোটের দিন কার কি ভূমিকা ছিল, সেটা কারও নাম ধরে বলার দরকার নেই। নির্বাচনের দিন ভোট দিয়ে আমি নিজে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। ওই দিন বেশ কিছু আকাশ-পাতাল তফাৎ লক্ষ্য করেছি। এই ভাবে কোনো দিন আমাদের সাফল্য আসবে না।

তিনি আরো বলেন, কোথাও কোথাও দেখেছি কাউন্সিলর প্রার্থীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা চালিয়ে গেছে নির্বাচনকে ছিনিয়ে আনার জন্য। আবার কিছু এলাকায় দেখেছি কাউন্সিলর প্রার্থীই নেই। সিটি নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের মধ্যে যে দুর্বলতাগুলো ছিল সে বিষয়ে আলোচনা হয়েছে। যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের দুর্বলতাকে চিহ্নিত করে তা সমাধান করতে পারি।

বিএনপির এই মেয়র প্রার্থী কাউন্সিলর প্রার্থীদের বলেন, নির্বাচনে আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। যদি আমরা সুসংগঠিত হয়ে আন্দোলন বেগবান করতে না পারি, তাহলে আমাদের নেত্রীর মুক্তি খুব শীঘ্রই সম্ভব হবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!