• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএনপির সঙ্গে বৈঠক বৃটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২০, ২০১৯, ১২:৫৬ এএম
বিএনপির সঙ্গে বৈঠক বৃটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলের

ঢাকা : বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সফররত বৃটিশ পার্লামেন্টের তিন সদস্যদের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে অংশ নেয়া তিন ব্রিটিশ এমপি হলেন- কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান মেইন, ভাইস প্রেসিডেন্ট পাউল স্কলি ও বব ব্ল্যাক মেন।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি, পররাস্ট্র উইংয়ের ফাহিমা নাসরিন মুন্নী, জেবা খান এবং রুমিন ফারহানা এমপি উপস্থিত ছিলেন।

১৪ সেপ্টেম্বর (শনিবার) বাংলাদেশ সফরে আসেন বৃটিশ পার্লামেন্টের এই প্রতিনিধি দল। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) দেশে ফিরে যাবে প্রতিনিধি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!