• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএমডব্লিউ গাড়ি পেলেন প্রধান নির্বাচন কমিশনার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০১৮, ০৬:২২ পিএম
বিএমডব্লিউ গাড়ি পেলেন প্রধান নির্বাচন কমিশনার

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দেয়া হয়েছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকমাস আগে সিইসির দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য তাকে সরকারের পরিবহন পুল থেকে এ গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান গাড়ি পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৪ অক্টোবর) পরিবহন পুল থেকে সিইসির ব্যবহারের জন্য একটি বিএমডব্লিউ গাড়ি পাঠানো হয়েছে। পরিবহন কমিশনার গাড়িটি হস্তান্তর করেছেন। পরিবহন পুলে বিভিন্ন সময়ে গাড়ির চাহিদাপত্র দেয়া হয়। এটা একটা নিয়মিত প্রক্রিয়ার অংশ।

জানা গেছে, সিইসি বর্তমানে দুটি গাড়ি ব্যবহার করছেন। এর মধ্যে একটি জিপ ও একটি প্রাইভেটকার রয়েছে। মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় কেনা গাড়িগুলো অব্যবহৃত অবস্থায় ছিল।

সরাসরি কোম্পানির কাছ থেকে কেনা হয় এসব গাড়ি। প্রতিটি গাড়ি কিনতে ৭০ থেকে ৮০ লাখ টাকার মত খরচ পড়ে।

দুটি সরকারি গাড়ি ব্যবহার করার পরও এক বছর আগে পরিবহন পুলের কাছে নতুন একটি গাড়ি চেয়েছিলেন সিইসি। তার পরিপেক্ষিতে একটি গাড়ি সিইসিকে দেয়া হলো।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!